Friday, January 18, 2019

২০ হাজার টাকার মধ্যে নতুন ডেস্কটপ কম্পিউটার

বাজেট কম কিন্তু দরকার ডেস্কটপ কম্পিউটার। ২০ হাজার টাকার মধ্যে ব্র্যান্ডের ডেস্কটপ কম্পিউটার তেমন পাওয়া যাবে না। তবে এই বাজেটে আর কম্পিউটার বাজারে গিয়ে বিভিন্ন যন্ত্রাংশ পছন্দ করে সংযোজিত বা ক্লোন কম্পিউটার বানিয়ে নিতে পারেন।

আপনার কম্পিউটারটি যেমন হতে পারে
প্রসেসর: ইন্টেল তৃতীয় প্রজন্মের কোর আই থ্রি। দাম চার হাজার টাকা।
মাদারবোর্ড: এইচ৬১। দাম তিন হাজার ৫০০ টাকা।
মনিটর: ১৯ ইঞ্চি। দাম ৫ হাজার ৫০০ টাকা।

হার্ডডিস্ক ড্রাইভ: ৫০০ গিগাবাইট। দাম এক হাজার ৫০০ টাকা।
র‌্যাম: এক হাজার ৫০০ টাকা।
ডিভিডি রাইটার: এক হাজার টাকা।
কি–বোর্ড: ৫০০ টাকা।
মাউস: ৩০০ টাকা।
স্পিকার: ২ পিস। ৫০০ টাকা।
মোট: দাম ১৮ হাজার ৩০০ টাকা।

 এভাবে আপনি বানিয়ে নিতে পারেন আপনার ডেস্কটপ কম্পিউটার। আপনি পছন্দমতো মনিটর, প্রসেসর, মাদারবোর্ড, স্পিকার, মাউস, কি–বোর্ড, ডিভিডি রাইটার, র‌্যাম ইত্যাদি কিনতে পারেন। এ ক্ষেত্রে দাম কিছুটা কম–বেশি হতে পারে।
 কম বাজেটেই কিনতে পারেন ডেস্কটপ কম্পিউটার।

No comments:

Post a Comment