Friday, November 24, 2017

বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার পশ্ন যা প্রতিবারই আসে(১ম-খন্ড)

১। দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সিঙ্গাপুর। এর আয়তন মাত্র ৬৬০ বর্গ কি. মি।
২। একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোন কোন নদী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গঙ্গা, নীলনদ আমাজন।
৩। ইরাক কখন কুয়েত আক্রমন করে? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯০ সালের আগস্ট।
৪। অর্থনীতিতে কখন নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৬৮ সালে প্রবর্তন হয় এবং ১৯৬৯ সালে প্রথম প্রদান করা হয়।
৫। SAPTA কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ SAARC Preferential Trading Arrangement. একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ১৯৯৩ সালে।
৬। SAFTA কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ South Asian Free Trade Area. এটিও একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ২০০৪ সালে।
৭। White Hall কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইংল্যান্ডে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়। এটি ব্রিটিশ রানীর সাবেক বাসভবনও।
৮। Kremlin কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মস্কোতে অবস্থিত বর্তমান রাশিয়ান সরকারের সচিবালয়।
৯। ডুরান্ড লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পাকিস্থান আফগানিস্থানের মধ্যে সীমানারেখা।
১০। ম্যাকমোহন লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ভারত চীনের সীমারেখা।

No comments:

Post a Comment