Thursday, June 24, 2021

Windows 11 Free Download

টেক দুনিয়াতে এখন গরম খবর হচ্ছে Windows 11!
#Windows_11
#Windows11
#Windows 11 Download

অনেক এ জিগ্যেস করছেন এটি কি Windows 10 থেকে 11 তে Upgraded হবে কিনা। 

উত্তর হবে জি হবে তবে কিছু System Requirement দেওয়া আছে সেইগুলা মিলতে হবে। 

এইগুলা মিলে গেলে আপনি বিনামূল্যে আপনার OS টি Upgrade করে নিতে পারবেন। 

Processor:
1 gigahertz (GHz) or faster with 2 or more cores on a compatible 64-bit processor or System on a Chip (SoC)

RAM:
4 gigabyte (GB)

Storage:
64 GB or larger storage device

System firmware:
UEFI, Secure Boot capable

Graphics card:
Compatible with DirectX 12 or later with WDDM 2.0 driver

এইগুলা হচ্ছে সিস্টেম Requirement এই গুলো মিল্লেই আপনি আপনি ব্যবহার কারা Desktop / Laptop / Windows Tab এ এই নতুন Windows 11 OS টি ব্যবহার করতে পারবেন। 

তাদের Support এর তথ্য মতে তারা ২০২২ সালের আগেই এই Windows 11 Upgrading Option টি সবার জন্য Rolling Out করার চিন্তা ভাবনা করেছে। 

আশা করা যাচ্ছে দ্রুত তারা এটি Rolling Out করে দিবে। 

নতুন এই Windows এ থাকছে অনেক অনেক চমক একদম নতুন UI সহ আরো Faster Experience দেওয়ার জন্য তারা তাদের Operating System কে অনেক Smooth করেছে।

পাশাপাশি Ransomware Attack থেকে তথ্য নিরাপদ রাখতে নতুন কিছু ফিচার থাকবে 11 এর Windows ডিফেন্ডার এ।

পাশাপাশি এতে Android apps natively Support করবে বলে জানিয়েছে Android Authority! 

Friday, January 18, 2019

২০ হাজার টাকার মধ্যে নতুন ডেস্কটপ কম্পিউটার

বাজেট কম কিন্তু দরকার ডেস্কটপ কম্পিউটার। ২০ হাজার টাকার মধ্যে ব্র্যান্ডের ডেস্কটপ কম্পিউটার তেমন পাওয়া যাবে না। তবে এই বাজেটে আর কম্পিউটার বাজারে গিয়ে বিভিন্ন যন্ত্রাংশ পছন্দ করে সংযোজিত বা ক্লোন কম্পিউটার বানিয়ে নিতে পারেন।

আপনার কম্পিউটারটি যেমন হতে পারে
প্রসেসর: ইন্টেল তৃতীয় প্রজন্মের কোর আই থ্রি। দাম চার হাজার টাকা।
মাদারবোর্ড: এইচ৬১। দাম তিন হাজার ৫০০ টাকা।
মনিটর: ১৯ ইঞ্চি। দাম ৫ হাজার ৫০০ টাকা।

হার্ডডিস্ক ড্রাইভ: ৫০০ গিগাবাইট। দাম এক হাজার ৫০০ টাকা।
র‌্যাম: এক হাজার ৫০০ টাকা।
ডিভিডি রাইটার: এক হাজার টাকা।
কি–বোর্ড: ৫০০ টাকা।
মাউস: ৩০০ টাকা।
স্পিকার: ২ পিস। ৫০০ টাকা।
মোট: দাম ১৮ হাজার ৩০০ টাকা।

 এভাবে আপনি বানিয়ে নিতে পারেন আপনার ডেস্কটপ কম্পিউটার। আপনি পছন্দমতো মনিটর, প্রসেসর, মাদারবোর্ড, স্পিকার, মাউস, কি–বোর্ড, ডিভিডি রাইটার, র‌্যাম ইত্যাদি কিনতে পারেন। এ ক্ষেত্রে দাম কিছুটা কম–বেশি হতে পারে।
 কম বাজেটেই কিনতে পারেন ডেস্কটপ কম্পিউটার।

Monday, January 7, 2019

চন্ডীমঙ্গল কাব্যকাহিনী





সংখ্যা ১৪ নিয়ে বিশেষ পোস্ট


© শহীদ বুদ্ধিজীবী দিবস- ১৪ ডিসেম্বর।
-
© বিশ্ব ডায়াবেটিস দিবস- ১৪ নভেম্বর।
-
© পানামা খালের গভীরতা- ১৪ মিটার।
-
© সুন্দরবন দিবস - ১৪ ফেব্রুয়ারী
-
© চীনের প্রতিবেশী দেশ- ১৪ টি।
-
© পবিত্র কোরআনের সূরা সংখ্যা ১১৪ টি।
-
© পাকিস্তানের স্বাধীনতা দিবস- ১৪ আগষ্ট।
-
© সনেটে পংক্তি বা লাইন থাকে- ১৪টি।
-
© বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মোট
উপন্যাস- ১৪টি।
-
© মনমোহন সিং ভারতের- ১৪তম প্রধানমন্ত্রী
ছিলেন।
-
© কুরআনে মোট সিজদার আয়াত- ১৪টি।
-
© জাতিপুঞ্জ চুক্তিতে মোট- ১৪টি দফা ছিল।
-
© বাংলাদেশে পরমানু চিকিৎসা কেন্দ্র-
১৪টি।

Saturday, April 14, 2018

Windows 10 Free Download ( উইন্ডোজ ১০ এখনো বিনা মূল্যে )


উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ার পর মাইক্রোসফট তা এক বছর পর্যন্ত বিনা মূল্যে হালনাগাদ করার সুযোগ দিয়েছিল উইন্ডোজ এবং উইন্ডোজ . সংস্করণের বৈধ ব্যবহারকারীদের। অনেকেরই জানা আছে, সেই সুযোগ শেষ হয়েছে গত বছরের ২৯ জুলাই। এর মানে নতুন উইন্ডোজ ১০ বৈধভাবে ব্যবহার করতে হলে টাকা দিয়ে কিনতে হবে।

মজার ব্যাপার হলো, বিনা মূল্যে উইন্ডোজ ১০ পাওয়ার সময়সীমা শেষ হলেও এই কথা মাইক্রোসফটের অ্যাকটিভেশন সার্ভার যাঁরা নিয়ন্ত্রণ করেন, তাঁদের হয়তো কেউ বলেনি! এখনো চাইলে উইন্ডোজ এবং উইন্ডোজ . অপারেটিং সিস্টেম থেকে উইন্ডোজ ১০ সিস্টেমে হালনাগাদ করা সম্ভব। বৈধ উইন্ডোজ চালিত দুটি নতুন পুরোনো ল্যাপটপ, উইন্ডোজ চালিত একটি কম্পিউটার এবং একাধিক ভার্চ্যুয়াল যন্ত্রে পরীক্ষা চালিয়ে এর সত্যতা পাওয়া গেছে। সব কটি কম্পিউটারই ডিজিটাল লাইসেন্সের অধীনে সক্রিয় করা সম্ভব হয়েছে।
আগে গেট উইন্ডোজ ১০ (Get windos 10 )  বা জিডবিøউএক্স নামের একটি ছোট অ্যাপের মাধ্যমে উপযুক্ত পুরোনো কম্পিউটারগুলো নতুন অপারেটিং সিস্টেমে হালনাগাদ করার সুযোগ ছিল। এখন অবশ্য সরাসরি সেই অ্যাপটি চালু নেই। যাঁদের উইন্ডোজ এবং . সিস্টেম সক্রিয় এবং বৈধ লাইসেন্স রয়েছে, তাঁরা চাইলে নিচের ধাপ অনুসরণ করে উইন্ডোজ ১০ পেতে পারেন।
প্রথমেই যেতে হবে মাইক্রোসফটের উইন্ডোজ ১০ নামানোর  https://goo.gl/Sk2QwP  or https://www.microsoft.com/en-us/software-download/windows10   ওয়েব ঠিকানায়। তারপর নিচে থাকা Download tool now or Update Now বোতামে ক্লিক করে উইন্ডোজ মিডিয়া ক্রিয়েশন টুলটি নামিয়ে ইনস্টল চালু করতে হবে। টুলটি চালু করে Upgrade this PC now অপশন নির্বাচন করে নেক্সট চাপতে হবে। তখন উইন্ডোজ ১০ সিস্টেমের সব ফাইল নামতে শুরু করবে, এর আকার সিস্টেম অনুযায়ী - গিগাবাইট পর্যন্ত হতে পারে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিস্টার্ট নেওয়ার বার্তা দেবে। তখন পর্দায় আসা নির্দেশনা নিজের প্রয়োজন অনুসারে অনুসরণ এবং নির্বাচন করতে হবে। বলে রাখা ভালো, যদি সিস্টেম ড্রাইভে রাখা সমস্ত ফাইল, অ্যাপস এবং সেটিংস আগের মতোই রাখতে চান, তাহলে সতর্কতার সঙ্গে অপশনটি নির্বাচন করে দিতে হবে। পুরো প্রক্রিয়াটি শেষ হতে বেশ কিছু সময় লাগতে পারে। এটা আসলে নির্ভর করে ইন্টারনেট ব্যান্ডউইটথ এবং সিস্টেমের ক্ষমতার ওপর।
ইনস্টলের প্রক্রিয়া শেষ হলে স্টার্ট বোতামে ক্লিক করে Settings>Update & Security>Activation মেনুতে গিয়ে নিজের ডিজিটাল লাইসেন্স সক্রিয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এর মানে হলো, এই কম্পিউটারে ভবিষ্যতে যতবার ইচ্ছা উইন্ডোজ ১০ মুছে ফেলে পুনরায় ইনস্টল করা যাবে কোনো প্রডাক্ট কি ছাড়াই। এভাবে সর্বশেষ উইন্ডোজ ১০ ক্রিয়েটরস আপডেট সংস্করণ বিনা মূল্যেই পাওয়া যাবে।

Sunday, April 8, 2018

কম্পিউটার বিষয়ক প্রশ্ন


) কম্পিউটার আবিস্কার করেন- হাওয়ার্ড আইকিন।
) আধুনিক কম্পিউটারের জনক - চার্লস ব্যাবেজ।
) বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হল-ENIC.
) এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে ঘটিত- হাইব্রিড কম্পিউটার।
) কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান- মাইক্রোসফট।
) কম্পিউটার জগতের কিংবদন্তি হলেন- বিল গেটস।
) পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম- অ্যবাকাস।(চীনে তৈরী)
) কম্পিউটারের বুদ্ধিবিবেচনা নেই।
) বাংলাদেশ প্রচলিত প্রথম কম্পিউটার- IBM 1620.
১০) ব্যবহারের জন্য ব্যবহৃত প্রথম বাজারে আসে কম্পিউটার- UNIVAC.
১১) ল্যাপটপ এবং পামটপ হল- ছোট কম্পিউটার।
১২) ল্যাপটপ বা নোটবুক প্রথম তৈরী করেন- এপসন কম্পানি। (১৯৮১ সালে)
১৩) HAL 9000 হল একটি অত্যাধুনিক কম্পিউটার।
১৪) কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেন হিসেবে কাজ করে- প্রসেসর।
১৫) উইলিয়াম ইংলিশ প্রথম মাউস তৈরী করেন।
১৬) কম্পিউটারের ইনপুট ডিভাইস হল- কীবোর্ড, মাউস, স্ক্যানার, OCR, OMR.
১৭) আউটপুট ডিভাইস হল- মনিটর, প্রিন্টার, স্পিকার, সিপিইউ।
১৮) OCR হল Optical Character Recognition.
১৯) চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহার করা হয়। এটি শুধু দাগই বোঝেনা বিভিন্ন রঙের পার্থক্যও বোঝে।
২০) OMR হল Optical Mark Reader. এটি পেন্সিল বা কালির দাগ বোঝাতে পারে। নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারীর কাজে ব্যবহৃত হয়।
২১) MICR এর সাহায্যে ব্যাংকের চেক নম্বর লেখা পড়া হয়।
২২) IBM কোম্পানীকে বিগব্লু বলা হয়।
২৩) বিশ্বের একমাত্র এবং প্রথম কম্পিউটার জাদুঘর অবস্থিত- যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
২৪) কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে মাদার বোর্ড বলে।
২৫) মাইক্রো কম্পিউটারকে PC বলা হয়।
২৬) সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল- সুপার কম্পিউটার।
২৭) মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়- ১৯৭১ সালে।ব্যবহার শুরু হয় ১৯৭২ সালে।
২৮) প্রথম মাইক্রো কম্পিউটার হল- এ্যাপেল।
২৯) কম্পিউটারের তথ্য দেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- কী বোর্ড।
৩০) পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব হল- কৃত্রিম বুদ্ধিমত্তা।
৩১) কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অংশ হল- হার্ডওয়্যার সফটওয়ার।
৩২) কম্পিউটার হার্ডওয়ার হল কম্পিউটার সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম।
৩৩) কম্পিউটার ভাইরাস হল- এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম।
৩৪) বিজয় অভ্র হল- বাংলা লেখার সফটওয়ার।
৩৫) ROM হল Read Only Memory. এটিকে কম্পিউটারের স্থায়ী শক্তি বলা হয়।
RAM হল Random Access Memory. কম্পিউটারের অস্থায়ী স্মৃতি।
৩৬) কম্পিউটার থেকে কম্পিউটার এর তথ্য আদান প্রধানের প্রযুক্তিকে বলে- ইন্টারনেট।
৩৭) মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন- গুগল
৩৮) WWW হলো- World Wide Web.
৩৯) বাইটে বিটের সংখ্যা ৮।
৪০) মডেম হলো ইন্টারনেটের সংযোগ মাধ্যম।
৪১) কিলোবাইটে বিটের সংখ্যা 1024
৪২) E-mail হলো ইলেকট্রনিক ডাকযোগাযোগ মাধ্যম।
৪৩) বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে- ১৯৬৪ সালে।
৪৪) CPU হলো Central Processing Unit.
৪৫) হার্ড ডিস্ক মাপার একক হল গিগাবাইট।
৪৬) বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয়- পরমানু শক্তি কেন্দ্র।
৪৭) 3G বলতে বুঝায়- Third Generation.
৪৮) প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো- অ্যাডা অগাষ্টা।
৪৯) কম্পিউটার বেশি সুবিধাজনক পুনরাবৃত্তি কাজের জন্য।
৫০) UNIX হলো একটি অপারেটিং সিস্টেম।
৫১) কম্পিউটার বাগ হলো- কম্পিউটারের অন্তর্নিহিত ভুল।
৫২) ক্যাসপারস্কি হলো একটি এন্টিভাইরাস সফটওয়্যার।
৫৩) কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা- FORTRAN.
৫৪) কম্পিউটারে কাজের গতি প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড।
৫৫) কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারনত ব্যবহৃত সংখ্যা হলো- বাইনারী পদ্ধতি।