Sunday, April 8, 2018

সাম্প্রতিক সাধারণ প্রশ্ন


০১) বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি
চালু হয় কত সালে?
__ নভেম্বর ১৯৭২ সালে
০২) SSC পরীক্ষায় MCQ প্রশ্ন চালু হয় কত সালে?
__১৯৯২ সালে
০৩) জুতা উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে
কততম?
__৭ম,রপ্তানিতে ২২তম।
০৪) বিশ্বের দীর্ঘতম সোজা মহাসড়কের নাম কী?
__Highway 10(সৌদি আর,দৈর্ঘ্য ২৫৬ কি.মি.)
০৫) বিশ্বের দ্রুততম ভয়ংকরতম ক্ষেপণাস্ত্রের নাম কী
কোন দেশের?
__ব্রহ্মোস।ভারতের।
০৬) ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক রপ্তানি
করে কোন দেশে?
__যুক্তরাষ্ট্রে।২য় জার্মানিতে।
০৭) ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক "আমদানি"
করে কোন দেশে থেকে?
__চীন থেকে,২য় ভারত।
০৮) দেশের প্রথম নারী প্রোগ্রামারের নাম কী?
__শাহেদা মুস্তাফিজ
০৯) রাজশাহী মেট্রোপলিটন জেলা পুলিশের থানার
সংখ্যা কত?
__১২টি থানা ৮টি।
১০) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোন দেশে
বোটানিক্যাল গার্ডেনে "অর্কিডের"
নামকরণ করা হয়?
__সিঙ্গাপুরে(অর্কিডের নাম Dendrobbium Sheikh Hasina)
১১) মার্চ ১১ মার্চ ২০১৮ সালে কোন
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল যাত্রা শুরু করে?
__নাগরিক টিভি আনন্দ টিভি
১২) সৌদি আরবের প্রথম নারী মন্ত্রী কে?
__তামাদুর বিনতে ইউসেফ আল-রামা
১৩) নেপালের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
__প্রদীপ গেওয়ালি
১৪) CPTPP এর স্বাক্ষরকারী দেশ কতটি?
__১১টি
১৫) LTE এর পূর্ণরূপ কী?
__Long Term Evolution
রমজান,,,,
১৬) জাতীসংঘ বিশ্বের দেশসমূহকে কতটি
ক্যাটিগরিতে ভাগ করেছে?
__৩টি(স্বল্পোন্নত, উন্নয়নশীল উন্নত)
১৭) অ্যালুমিনিয়াম ইস্পাত উৎপাদনে শীর্ষ দেশের নাম
কী
__চীন(আমদানিতে যুক্তরাষ্ট্র)
১৮) ২০১৮ সালের UNICEF' প্রতিবেদন অনুযায়ী বাল্য
বিবাহে শীর্ষ দেশের নাম কী?
__ভারত(২য় বাংলাদেশে)
১৯) ২০১৮ সালের EIU' প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ
ব্যয়বহুল শহরের নাম কী?
__সিঙ্গাপুর সিটি(বাংলাদেশ ৭২তম)
২০) ওয়ানডে ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়কের নাম কী?
__রশিদ খান(আফগানিস্তান,১৯বছর ১৬৫ দিন)
২১) বাংলাদেশের কোন দেশে অর্থনৈতিক
অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে?
__ভারত,চীন জাপানে।
২২) বাংলাদেশ থেকে উৎপাদিত পাটজাত সুতার বড়
বাজার কোন দেশে?
__তুরস্কে।
২৩) পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম?
__২য়(১ম ভারত)
২৪) চা রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ কততম?
__৭৭তম(উৎপাদন রপ্তানিতে শীর্ষ দেশ হলো চীন,
আমদানিতে রাশিয়া)
২৫) বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী কে?
__জেফ বেজোস(২য় বিল গেটস)
২৬) পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং মারা যায় কবে?
__১৪মার্চ ২০১৮তে।
২৭) বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশ কতটি?
__৪৭টি।
২৮) সর্বশেষ কোন দেশ LDC ভুক্ত হয়?
__দক্ষিণ সুদান।
২৯) সর্বশেষ LDC থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের
তালিকায় অন্তর্ভুক্ত হয় কোন দেশ?
__নিরক্ষীয় গিনি(উন্নয়শীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত
হয়েছে ৫টি দেশ)
৩০) আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তিসংস্থার
বর্তমান সদস্য দেশ কতটি?
__১৫৫টি(সর্বশেষ ইউক্রেন)
৩১) এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক
(AIIB) এর বর্তমান সদস্য কত?
__৬৩টি(সর্বশেষ ভানুয়াতু)
৩২) বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কত?
__৭০৯৭টি(সর্বাধিক ভাষার দেশ পাপুয়া
নিউগিনি-৮৪১টি,সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা চৈনিক-
চীন,বাংলা ৬ষ্ঠ)
৩৩) বিশ্বে অস্ত্র আমদানি রপ্তানিতে শীর্ষ দেশের
নাম কী?
__ভারত, রপ্তানিতে যুক্তরাষ্ট্র, আমদানিতে বাংলাদেশ
১৯তম)
৩৪) ২০১৮ তে বিশ্বের শীর্ষ সুখি দেশের নাম কী?
__ফিনল্যান্ড(বাংলাদেশ ১১৫তম)
৩৫) প্রকাশিত ভ্রমণকাহিনি "নয়াচীন"কার রচনা
প্রকাশ করবে কোন প্রতিষ্টান?
__শেখ মুজিবুর রহমানে,প্রকাশ করবে বাংলা একাডেমি)

No comments:

Post a Comment