Friday, November 24, 2017

বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার পশ্ন যা প্রতিবারই আসে(৩য়-খন্ড)

২১। Third Reich কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ হিটলারের শাসনকালকে অর্থাৎ ১৯৩৩ থেকে ১৯৪৫ এই শাসনকারকে Third Reich বলে।
২২। Second Track Diplomacy কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিভিন্ন বিবাদ মেটাতে সরকারের পাশাপাশি সুশীল সমাজের উদ্যোগ।
২৩। অবাঞ্ছিত ব্যাক্তি কাকে বলে? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কোনো কূটনৈতিককে যে দেশে প্রেরণ করা হয় সে দেশের সরকার কর্তৃক তাকে অগ্রহনযোগ্য হিসেবে বিবেচনা করা হলে সে অবাঞ্ছিত ব্যাক্তি।
২৪। ডেটন চুক্তি কেন হয়েছিলো? [২১, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বসনিয়া সংকট নিরসনের জন্য।
২৫। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টরাল কলেজে কতজন নির্বাচক থাকেন? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫৩৮।
২৬। বাংলাদেশ ভারতের মধ্যে কতসালে গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে।
২৭। SAIC কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ SAARC Agricultural Information Centre. এটি ঢাকার ফার্মগেটে অবস্থিত।
২৮। বাংলাদেশ কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৪ অক্টবর ১৯৯৬ সালে।
২৯। UNHCR কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations High Commissioner for Refugees.
৩০। আল-কুদ্স কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ . আই. সি. গঠনের সময়ের একটি কমিটি।

No comments:

Post a Comment