Friday, November 24, 2017

কম্পিউটারের বেসিক (২য়-খন্ড)

31. বিশ্বের প্রম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে;
32. কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
33. প্রম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা বায়রনের কন্যা);
34. ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার;
35. স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;
36. সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;
37. ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা;1
38. কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;
39. কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে operating system
40. Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Boxএ;
41. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX
42. Visual Basicএ দুই ধরনের ধ্রুবক থাকে;
43. Visual Basic এর Project এ ব্যবহৃত Object- Procedure
44. E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় Top Level Domain (TLD)
45. LAN Ges LAN Topology- BUS, STAR, RING;
46. Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;
47. সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;
48. ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এড্রিসন;
49. ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় লগ ইন;
50. Dial up internet connectionএ টেলিফোন লাইন প্রয়োজন;
51. টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
52. Zoom out—image ছোট করা;
53. Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;

54. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান- প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন.

No comments:

Post a Comment