Friday, November 24, 2017

কম্পিউটারের বেসিক (১ম-খন্ড)

1. ই-বুক এর জনক- মাইকেল এস হার্ট;
2. ই-মেইলের জনক- রে টমলিনসন (যুক্তরাষ্ট্র);
3. উইকিলিকস (সুইডেন ভিত্তিক)- এর প্রতিষ্ঠাতা- জুলিয়ান এস্যাঞ্জ (অষ্ট্রেলিয়া);
4. কমপ্যাক্ট ডিস্ক (সিডি) এর জনক- নোরিও ওহগা (জাপান);
5. কম্পিউটার মাউসের জনক- ডগলাস এঙ্গেলবার্ট (যুক্তরাষ্ট্র)
6. আধুনিক ল্যাপটপের জনক- বিল মোগারিজ;
7. সার্চ ইঞ্জিনের জনক- এলান এমটাজ;
8. কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যপলের প্রতিষ্ঠাতা- স্টিভ জবস (সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র);
9. পাঞ্চ কার্ডের উদ্ভাবক- জোসেফ ম্যারী জ্যাকুয়ার্ড;
10. লগারিদম এর উদ্ভাবক- জন নেপিয়ার;
11. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;
12. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:
13. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ;
14. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
15. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের- খঅঘ, গঅঘ, ডঅঘ;
16. কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় ইনফরমেশনকে বলা হয়- এরননবৎরংয;
17. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;

18. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;

No comments:

Post a Comment