Sunday, April 8, 2018

বাংলাদেশের সংবিধান পরিচিতি



সংবিধান প্রণয়নের কমিটি গঠন করা হয়েছিল- ১১ই এপ্রিল,১৯৭২ সাল ;
সংবিধান প্রণয়নের কমিটির প্রধান ছিলেন ড . কামাল হোসেন ;
সংবিধান প্রণয়নের কমিটির মোট সদস্যে ছিলেন ৩৪ জন ;
সংবিধানের খসড়া পর্যালোচনা কমিটির সদস্য ছিলেন ড .আনিসুজ্জামান (আহবায়ক ),       সৈয়দ আলী আহসান এবং মযহারুল ইসলামকে (ভাষা বিশেষজ্ঞ);
সংবিধান ছাপাতে ব্যয় হয়েছিলো ১৪ হাজার টাকা ;
সংবিধান অলংকরণের দায়িত্বে ছিলেন শিল্পী হাশেম খান ;
সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপিত হয়- ১২ই অক্টোবর , ১৯৭২সাল;
সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপন করেছিলেন ড. কামাল হোসেন ;
সংবিধান গণপরিষদে পাশ এবং আইনে পরিণত হয় ৪ঠা নভেম্বর , ১৯৭২ সাল;
সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয় ৪ঠা নভেম্বর,১৯৭২ সাল;
সংবিধান জাতীয় সংসদে কার্যকর হয় -১৬ই ডিসেম্বর,১৯৭২ সাল;
মূল সংবিধানের কপিটি বর্তমানে সংরক্ষিত আছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে ;
সংবিধানের প্রথমেই রয়েছে প্রস্তাবনা
সংবিধানের প্রথম ভাগে বলা হয়েছে -রয়েছে প্রজাতন্ত্র সম্পর্কে ;
সংবিধানের প্রথম ভাগে অনুচ্ছেদ রয়েছে সাতটি ;
সংবিধানের দ্বিতীয় ভাগে বলা হয়েছে -রয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে ;
সংবিধানের দ্বিতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে আটারো টি ;
সংবিধানের তৃতীয় ভাগে বলা হয়েছে মৌলিক অধিকার সম্পর্কে ;
সংবিধানের তৃতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে একুশ টি ;
সংবিধানের চতুর্থ ভাগে বলা হয়েছে নির্বাহী বিভাগ সম্পর্কে ;
সংবিধানের চতুর্থ ভাগে অনুচ্ছেদ রয়েছে ষোল টি;
সংবিধানের পঞ্চম ভাগে বলা হয়েছে -আইনসভা সম্পর্কে ;
সংবিধানের পঞ্চম ভাগে অনুচ্ছেদ রয়েছে ঊনত্রিশটি ;
সংবিধানের ষষ্ঠ ভাগে বলা হয়েছে বিচার বিভাগ সম্পর্কে ;
সংবিধানের ষষ্ঠ ভাগে অনুচ্ছেদ রয়েছে চব্বিশটি;
সংবিধানের সপ্তম ভাগে বলা হয়েছে নির্বাচন সম্পর্কে ;
সংবিধানের সপ্তম ভাগে অনুচ্ছেদ রয়েছে নয়টি ;
সংবিধানের অষ্টম ভাগে বলা হয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সম্পর্কে ;
সংবিধানের অষ্টম ভাগে অনুচ্ছেদ রয়েছে ছয়টি ;
সংবিধানের নবম ভাগে বলা হয়েছে -বাংলাদেশের কর্মবিভাগ সম্পর্কে ;
সংবিধানের নবম ভাগে অনুচ্ছেদ রয়েছে দশটি ;
সংবিধানের দশম ভাগে বলা হয়েছে সংবিধান সংশোধন সম্পর্কে ;
সংবিধানের দশম ভাগে অনুচ্ছেদ রয়েছে একটি ;
১২ সংবিধানের একাদশ ভাগে বলা হয়েছে বিবিধ সম্পর্কে ;
সংবিধানের একাদশ ভাগে অনুচ্ছেদ রয়েছে এগার টি ;
সংবিধানের মোট ভাগ এগারটি ;
সংবিধানের মোট অনুচ্ছেদ একশ তিপ্পান্নটি;
সংবিধানের মোট তফসিল সাতটি
সংবিধান পরিবর্তন বা সংশোধন হয় সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশ ভোটে;
২০১১ সালের ৩ রা জুলাই পর্যন্ত সর্বমোট সংশোধনী ১৫টি ॥

No comments:

Post a Comment