Thursday, March 29, 2018

বিভিন্ন সাহিত্যিকের প্রথম প্রকাশিত সাহিত্যকর্মঃ


বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - দুর্গেশনন্দিনী

রবীন্দ্রনাথ ঠাকুর- বৌঠাকুরানীর হাট।

কাজী নজরুল ইসলাম- বাঁধনহারা।

...বজলুর রশিদ - পথের ডাক।

আবদুল গাফ্ফার চৌধুরী- চন্দ্রদ্বীপের উপাখ্যান।

আবদুল মান্নান সৈয়দ- পরিপ্রেক্ষিতে দাস দাসী।

আবু ইসহাক- সূর্যদীঘল বাড়ি।

আবুল ফজল- চৌচির।

মীর মশাররফ হোসেন- রত্নবতী।

আখতারুজ্জামান ইলিয়াস- চিলেকোঠার সেপাই।

সৈয়দ ওয়ালী উল্লাহ- লালসালু।

প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)- আলালের ঘরে দুলাল।

প্রভাত কুমার মুখোপাধ্যায়- রমা সুন্দরী।

রোকেয়া সাখাওয়াত হোসেন- পদ্মরাগ।

আহসান হাবিব - অরণ্য নীলিমা। 

আলাউদ্দিন আল আজাদ- 23 নম্বর তৈলচিত্র।

মানিক বন্দ্যোপাধ্যায়- জননী।

শওকত ওসমান- বনি আদম।

শহীদুল্লা কায়সার- সারেং বৌ।

মীর মশাররফ হোসেন- রত্নবতী।

আখতারুজ্জামান ইলিয়াস- চিলেকোঠার সেপাই।

সৈয়দ ওয়ালী উল্লাহ- লালসালু।

প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)- আলালের ঘরে দুলাল।

প্রভাত কুমার মুখোপাধ্যায়- রমা সুন্দরী।

#_Collected.

No comments:

Post a Comment