Friday, November 24, 2017

বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার পশ্ন যা প্রতিবারই আসে(৫ম-খন্ড)

৪১।বিশ্বগ্রামধারণার প্রবক্তা কে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মার্শাল ম্যাকলুহান।
৪২। গণচীন কখন ম্যাকাও এর উপর সার্বভৌমত্ব ফিরে পায়? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর।
৪৩। জাতিসংঘের সনদ কেথায় স্বাক্ষরিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৪৫ সালের ২৬ সে জুন সানফ্রান্সিকোতে ৫০ টি দেশ কর্তৃক স্বাক্ষরিত হয়।
৪৪। WTO কখন থেকে কাজ শুরু করে? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লা জানুয়ারি ১৯৯৫ থেকে।
৪৫। ইরানের পূর্বনাম কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পারস্য।
৪৬। থাইল্যান্ডের পূর্বনাম কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্যামদেশ।
৪৭। জাতিসংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৫ সালের থেকে ১৫ সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে।
৪৮। রিও প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে।
৪৯। ন্যাম এর বর্তমান মহাসচিবের নাম কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নিকোলাস মাদুরো। দেশ : ভেনিজুয়েলা।
৫০। HIPC এর পূর্ণরূপ কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Heavily Indebted Poor Countries
৫১। .আই.সি এর বর্তমান সদস্য কত? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫৭ টি দেশ।
৫২। ILO এর সদর দফতর কোথায়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সুইজারল্যান্ডের জেনেভায়।
৫৩। IAEA [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ International Atomic Energy Agency

No comments:

Post a Comment