Friday, November 24, 2017

বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার পশ্ন যা প্রতিবারই আসে (৭ম-খন্ড)

১১। OIC এর বর্তমান মহাসচিবের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইউসুফ বিন আহমেদ আল ওয়াতাইমিন।
১২। ‘UNCTAD’ এর পূর্ণরূপ কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Conference on Trade and Development.
১৩। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লিউভেন রিভলিন। তিনি লিকুদ পার্টির নেতা। (২০১৪ থেকে বর্তমান)
১৪। ’’ফ্লিপ স্ট্রিট ‘’ কিসের সাথে সম্পর্কিত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সংবাদপত্র প্রকাশনার সাথে সম্পর্কিত। লন্ডনে অবস্থিত।
১৫। ’’ওয়াল স্ট্রিট’’ কিসের জন্য বিখ্যাত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শেয়ার বাজারের জন্য বিখ্যাত। এটি নিউইয়র্কে অবস্থিত।
১৬। ইনোসিস কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গ্রীসের সাথে সাইপ্রাসের সংযুক্তির পক্ষে একটি সংগঠন।
১৭। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লি ডাক থো। তিনি ভিয়েতনামের নাগরিক।
১৮। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পার্ক জেন হাই।
১৯। উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কিম জং উন।
২০। গাম্বিয়ার রাজধানীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বানজুল।

No comments:

Post a Comment