Friday, November 24, 2017

বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার পশ্ন যা প্রতিবারই আসে (৯ম-খন্ড)

৩১। ‘’ওয়াটারগেট কেলেঙ্কারি’’’ কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭২ সালে মার্কিন ডেমোক্রাট সদর দফতরে রিপাবলিকানদের গোপনে আড়িপাতার ঘটনা।
৩২। চীনের পার্লামেন্টের নাম কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গণকংগ্রেস।
৩৩। জাপানের পার্লামেন্টের নাম কী? [১৫, ১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ডায়েট।
৩৪। যুক্তরাষ্ট্র কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এপ্রিল ১৯৭২ সালে।
৩৫। বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী কে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শিনজো এবে।
৩৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কে কে ছিলেন? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট ট্রম্যান এবং যুক্তরাজ্যের উইনস্টন চার্চিল।
৩৭। ‘D-DAY’ এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ DAWN DAY. (ডি-ডে মে )
৩৮। ১৯১৮ সালে কেচৌদ্দ দফাউত্থাপন করেন? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ উড্রো উইলসন।
৩৯। `ECO’এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Economic Cooperation Organization
৪০। হেবরন হত্যাকাণ্ড কে করেন? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ গোল্ড স্টেন বারুচ। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি।

No comments:

Post a Comment